ছাত্রলীগের মারধরের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে আজ সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে ছাত্রলীগের মারধর ও নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল তিনটার মধ্যে বিচারের আওতায় আনা না হলে আমরণ অনশন শুরু করবেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে ওয়ালিদ নিহাদকে আটকে রেখে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের অনুসারী আবু নাঈম আবদুল্লাহ ওরফে যাযাবর নাঈমসহ কয়েকজন। রাকিবুলের অনুসারী হয়ে ছাত্রলীগের রাজনীতি না করার কারণে এ মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ। তবে ঘটনার শুরু থেকেই রাকিবুল হাসান বলে আসছেন, তাঁর কর্মীরা ওয়ালিদকে মারধর করেননি।

মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা বলেন, তাঁরা পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পড়াশোনার পরিবেশ থাকা উচিত। রাজনীতি না করার কারণে মারধর করা হবে, এটি মেনে নেওয়ার মতো নয়। ছাত্রলীগের এই কর্মীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর এমন নির্যাতন করে আসছেন। সেসব ঘটনার বিচার না হওয়ায় তাঁরা এখন বেপরোয়া হয়ে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।’