চুয়াডাঙ্গায় ১০০ শীতার্ত প্রতিবন্ধী পেলেন প্রথম আলো ট্রাস্টের কম্বল

চুয়াডাঙ্গায় প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ১০০ শীতার্ত প্রতিবন্ধীকে নতুন কম্বল উপহার দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে আজ বৃহস্পতিবার সকালে শহরের বাদুড়তলায়
প্রথম আলো

চুয়াডাঙ্গায় ১০০ শীতার্ত প্রতিবন্ধীর মধ্যে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা এ কম্বল বিতরণের আয়োজন করে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বাদুড়তলায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এ প্রতিবন্ধীদের বেশির ভাগই ছিল ডাউন সিনড্রোম শিশু।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনসহ সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন কম্বল উপহার পেয়ে দারুণ খুশি ডাউন সিনড্রোম শিশুরা। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা শহরের বাদুড়তলায়

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ সন্তোষ কুমার নাথ বলেন, দেশসেরা সংবাদপত্র প্রথম আলো শুরু থেকেই ভালোর সঙ্গে আলোর পথে কাজ করে চলেছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চুয়াডাঙ্গায় এবার শীতার্ত প্রতিবন্ধীদের জন্য নতুন কম্বল দিল। সব প্রতিষ্ঠানকে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।