চার ঘণ্টা পর পাহাড়িকা এক্সপ্রেস চালু

সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চার ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে আজ দুপুরে এটি মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। বিকল্প ইঞ্জিন নিয়ে বিকেলে সেটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭২০ নম্বর আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টায় শমশেরনগর স্টেশনে পৌঁছায়। এখানে দুই মিনিট যাত্রাবিরতির পর ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি আটকা পড়ে।

সূত্র আরও জানায়, ট্রেনটি আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন আসে। সেটি নিয়ে বিকেল ৪টা ৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সহকারী মাস্টার নাজমুল হোসেন বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি এ স্টেশনে ৪ ঘণ্টা আটকা ছিল। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আখাউড়া জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। সেটি আটকে পড়া ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে যায়।