রাজশাহী জেলার চারঘাট সীমান্তে আজ শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যার যার দেশের রাখাল বিনিময় হয়েছে। বৈঠকে তিন বাংলাদেশি রাখালকে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই বৈঠকে দুই ভারতীয় রাখালকে ছেড়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আগের দিন গতকাল বৃহস্পতিবার ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে বিএসএফ বাংলাদেশি তিন রাখালকে ধরে নিয়ে যায়। ওই দিনই বাংলাদেশের সীমানায় ঢুকে পড়লে দুই ভারতীয় রাখালকে বাংলাদেশের রাখালেরা ধরে নিয়ে আসেন। পরে বিজিবি দুই ভারতীয় রাখালকে নিজেদের হেফাজতে নেয়।
বাংলাদেশি রাখালেরা হলেন চারঘাট উপজেলার চকমোক্তারপুর গ্রামের আজাহার আলীর ছেলে রুবেল (৪০), একই গ্রামের হারেজের ছেলে মিঠুন (২৮) ও সরকারপাড়া গ্রামের সুমন কুমার (২৫)।
ভারতীয় রাখালেরা হলেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার লালপুর গ্রামের রসুল শেখের ছেলে শহিদুল শেখ এবং একই গ্রামের মোয়াজ্জেমের ছেলে নয়ন শেখ।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশি তিনজন রাখাল ভারতের অভ্যন্তরে ঘাস কাটার জন্য প্রবেশ করলে বিএসএফের একটি টহল দল এসে তাঁদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। পরে বাংলাদেশি কয়েকজন রাখাল ভারতীয় দুই রাখালকে বাংলাদেশি সীমানায় পেয়ে ধরে নিয়ে আসে। চারঘাটের ইউসুফপুর বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে ভারতের নাগরিকদের নিজ হেফাজতে নেয়।
বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, এ ঘটনার পর ৭২–এর ৪-এস সীমান্তের হায়দারের বাগানে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
ওই বৈঠকে বিএসএফ তিনজন বাংলাদেশি রাখালকে ফেরত দেয় এবং বাংলাদেশে আটক দুই ভারতীয় রাখালকেও ফেরত দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করতে বেলা দেড়টা বেজে যায়।