জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি তাঁর চাচাতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার খুলনার তেরখাদা উপজেলার আদালতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবুল শেখ (৪৮)। তিনি উপজেলার আদালতপুরের রাইজুল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবলু শেখের সঙ্গে তাঁর চাচাতো ভাই মুকুল শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগেও তাঁদের মধ্যে ঝগড়া লাগে। বিরোধের জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল মাছ ধরার কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে এলে মুকুল পালিয়ে যান।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে বাবুল শেখের শ্যালক বায়েজিদ শিকদারকে আটক করা হয়েছে। তবে মুকুল শেখকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।