চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামে ঈদের দিন আজ রোববার বিকেলে মামুন মিয়া (৬) নামের এক শিশু তার বাবা, বড় বোন (৯) ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে গ্রামের পাশে মহানন্দা নদীতে গোসল করতে নামে। পরে সেখানে পানিতে ডুবে সে মারা যায়।

সে উপজেলার বেহুলা গ্রামের রিকশাভ্যানচালক বাইরুল ইসলামের ছেলে।

প্রতিবেশী আরাফাত মিলেনিয়াম প্রথম আলোকে বলেন, মামুন বাবা, বড় বোন, খালাতো বোন ও খালুর সঙ্গে বিকেল চারটার দিকে গোসল করতে যায়। বাবা ও খালু নদীতে সাঁতার দিয়ে দূরে চলে যান। এ সময় ডুবে যায় শিশুটি। তাকে ডুবতে দেখে বড় বোন বাবাকে ডাকতে থাকে। কিন্তু শুনতে পায় না। সে পাড়ে উঠে চিৎকার দিয়ে লোকজন ডাকে। ততক্ষণে তলিয়ে যায় শিশুটি। পরে বাবা ও গ্রামের লোকজন মামুনকে খুঁজে পায় সন্ধ্যার ঠিক আগে।

গোবরাতলা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য উসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।