চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ১১ নম্বর চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নারীর নাম বেলি বেগম (৭০)। তিনি ওই এলাকার লনি মিয়ার বড় মেয়ে। বেলি তাঁর বাবার বাড়িতে বসবাস করতেন।
জান্নাত আক্তার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ একটি ঘরে আগুন দেখে চিৎকার শুরু করেন বাড়ির লোকজন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের ভেতরে থাকা বেলি বেগম আগুনে পুড়ে মারা যান। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেলি বেগমের ছোট বোন মণি বেগম বলেন, ‘আমার বোন বেলি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি ঢাকার পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। তাঁর স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। আপার কোনো সন্তান ছিল না। আড়াই বছর ধরে তিনি বাবার বাড়িতেই থাকতেন।’
ফায়ার সার্ভিসের কর্মী ওহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।