চরফ্যাশনে ভোটকেন্দ্রে গুলিতে যুবক নিহত

সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত হয়েছেন। সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চর ফকিরা কো এইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটকেন্দ্রে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ইউনিয়নের দক্ষিণ চর ফকিরা কো এইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, পুলিশের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, দুই সদস্য প্রার্থীর সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মনিরুল ইসলাম (২৪)।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বশাক বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ আনা হয়েছে। লাশের বুকে ও মুখে ছররা গুলির চিহ্ন রয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ৫ নম্বর ওয়ার্ডে দুজন ইউপি সদস্য প্রার্থী। ফুটবল প্রতীকের মো. ইয়াসিন ও পানির কল প্রতীকের ইউসুফ শিকদার। ইউসুফের সমর্থকেরা কলাপসিবল গেট ভেঙে কেন্দ্র দখল করতে যান। তখন কর্তব্যরত পুলিশ শাটগানে গুলি ছুঁড়ে। এতে ছত্র ভঙ্গ হয়ে গেলে তাঁরা পালিয়ে যান। পরে কেন্দ্র থেকে আধা কিলোমিটার দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। সেখানেই গুলিতে বশির উল্লার ছেলে মনিরুল ইসলাম নিহত হন।

নিহত মনিরুলের পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার দাবি করেন, সংঘর্ষের সময় ইউসুফ শিকদারের ছেলের হাতে অস্ত্র পাওয়া যায়। ওই ছেলের গুলিতে মনিরুল নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ৫ নম্বর ওয়ার্ডের এক সদস্য প্রার্থীর লোকজন গেট খুলে কেন্দ্র দখলের পাঁয়তারা করলে পুলিশ ফাঁকা গুলি চালায়। তবে কেউ মারা যাওয়ার কথা তিনি জানেন না।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে বলে জেনেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।