সোমবার দুপুরে নগরের ২ নম্বর গেটে মীনা বাজারে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত
সোমবার দুপুরে নগরের ২ নম্বর গেটে মীনা বাজারে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা

নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগে চট্টগ্রামে সুপারশপ মীনা বাজারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সোমবার নগরের ২ নম্বর গেটে অবস্থিত এই সুপারশপে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম। তিনি বলেন, মীনা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্য সনদ নেই। তাঁরা করোনার টিকার সনদ দেখাতেও ব্যর্থ হয়েছেন।

মারুফা বেগম আরও বলেন, মীনা বাজারে নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি হচ্ছিল। এ ছাড়া বেকারি পণ্যের মেয়াদ ছিল না। ছিল না স্বাস্থ্যবিধির বালাই। এসব অপরাধে সুপারশপটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মীনা বাজারের চট্টগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

গত বুধবার একই অপরাধে নগরের খুলশী এলাকায় বাস্কেট সুপারশপকে আড়াই লাখ টাকা জরিমানা করেছিলেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এদিকে সোমবার নগরের অমরচাঁদ সড়ক এবং ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালান সিটি করপোরেশনের আরেকটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১২ দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন।

এসব অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।