জাতীয় গ্রিডে ত্রুটি

চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়

গ্রিড বিপর্যয়ের কারণে গতকাল রোববার রাত ১০টায় পুরো চট্টগ্রামে অন্ধকার নেমে আসে। কারিগরি ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে বলে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়।

ত্রুটি সারানোর পর গতকাল রাত সাড়ে ১০টার দিকে বারআউলিয়া গ্রিড চালু হয়। পর্যায়ক্রমে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

পাওয়ার গ্রিড কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কান্তি দাশ প্রথম আলোকে বলেন, কারিগরি ত্রুটির কারণে গ্রিড বিপর্যয় ঘটেছে। এ জন্য পুরো চট্টগ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তিনি আরও বলেন, আধা ঘণ্টার মধ্যে বারআউলিয়া গ্রিড চালু হয়েছে। অন্যান্য এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়।

রাত সাড়ে ১১টায় নগরের নন্দনকানন এলাকার গৃহবধূ শিউলি বেগম প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে ১০টায় বিদ্যুৎ যাওয়ার পর সাড়ে ১১টায়ও আসেনি। দীর্ঘদিন এ রকম লোডশেডিং দেখিনি।’

হঠাৎ করে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে পত্রিকা অফিসে ফোন করেন লোকজন। বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর রাতে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা নিয়েও অনেকের মধ্যে অজানা উদ্বেগ দেখা দেয়।

তবে কিছু এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই উদ্বেগ কেটে যায়।