চট্টগ্রামে ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী খুন হয়েছেন। তাঁর নাম মো. হারেছ (২৬)। আজ শুক্রবার সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হারেছ ব্যাপারীপাড়া এলাকায় মো. বাবুলের মাছের দোকানের কর্মচারী।

ঘটনার পর স্থানীয় লোকজন জসিম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন। আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক জসিম একটি ছুরি নিয়ে ঘুরছিলেন। মোটরসাইকেল আরোহী এক ব৵ক্তির সঙ্গে কথা–কাটাকাটির জেরে জসিম তাঁকে ছুরি নিয়ে ধাওয়া করেন। বিষয়টি দেখতে পেয়ে হারেছ ওই ব্যক্তিকে বাঁচাতে এগিয়ে আসেন।

একপর্যায়ে তিনি জসিমকে বাধা দেন। তখনই জসিম তাঁর হাতে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করেন হারেছকে। তখনই মাটিতে লুটিয়ে পড়েন হারেছ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হারেছকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন জসিমকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। বিক্ষুব্ধ লোকজন তাঁকে মারধর করতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে জসিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাধা দেওয়ায় হারেছকে খুন করেন জসিম। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। আটক জসিমের বিস্তারিত পরিচয় জানা যায়নি। চিকিৎসাধীন থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহত হারেছের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।