চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বড় বোনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের রাহাত্তরপুল এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই বোনের একজন মারা গেছেন। রোববার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় সাবরিনা খালিদ (২৪) নামের ওই তরুণীর মৃত্যু হয়। একই হাসপাতালে ভর্তি তাঁর ছোট বোন সামিয়া খালেদের (১৮) অবস্থাও আশঙ্কাজনক।

সাবরিনা খালেদ চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। সামিয়া উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত। তাঁদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার ফতেহ নগরে। মাকে নিয়ে নগরের বাসায় থাকতেন দুই বোন। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

সাবরিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আত্মীয় ওমর ফারুক। রোববার সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, সকাল সাড়ে আটটায় সাবরিনার মৃত্যু হয়েছে।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ চট্টগ্রামের চন্দনাইশের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

ওমর ফারুক আরও জানান, সামিয়াকে রোববার সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার নগরের বাকলিয়া থানার রাহাত্তরপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। ছয়তলা ভবনের পঞ্চম তলায় গ্যাস বিস্ফোরণে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে দগ্ধ দুই বোনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে আসা হয়।