চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা মুহিদুল হাসান কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিদুল হাসান। তাঁর বয়স ৪০ বছর বলে জানা গেছে।
চট্টগ্রামে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে একজনসহ মোট তিন চিকিৎসক মারা গেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ঈদের দিন করোনার উপসর্গ নিয়ে মুহিদুল হাসান চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন। ওই দিন তিনি নমুনা দেন। ২৭ মে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। অবস্থার অবনতি ঘটলে বুধবার বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ১০ দিন মৃত্যুশয্যায় থেকে তিনি আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ফয়সল ইকবাল চৌধুরী বলেন, মুহিদুল হাসানের মায়েরও কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে।
মা, স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে মুহিদুল হাসান চট্টগ্রামের বন্দরটিলায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের ছাত্র ছিলেন মুহিদুল হাসান। ২৭তম বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালে যোগদান করেন তিনি।
এর আগে গতকাল দুপুরে চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এহসানুল করিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।