খুলনার ডুমুরিয়া উপজেলায় পাঁচ বছরের মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার একটি গ্রাম থেকে ওই কিশোরকে আটক করা হয়। শিশুটি ওই কিশোরের প্রতিবেশী।
এ ঘটনায় শিশুটির বাবা গতকাল রাতে ডুমুরিয়া থানায় অভিযোগ করেন। রাতেই পুলিশ ওই কিশোরকে আটক করে। আজ শনিবার শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করলে আটক ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়ির একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। পরে ঘটনাটি জানাজানি হয়ে যায়।
আজ দুপুরে ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার কিশোরকে আদালতে সোপর্দ করার কাজ চলছে।