ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি একটি বড় ঘুড়ি সুতার পরিবর্তে লোহার চিকন তার (গুনা) দিয়ে ওড়াচ্ছিল।

ওই শিশুর নাম গিফারী হোসেন (১২)। সে উপজেলার মোহনপুর গ্রামের আবদুল আজিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, উপজেলার মোহনপুর গ্রামে ওই শিশু বিকেলে একটি বড় ঘুড়ি ওড়াচ্ছিল। সে সুতার পরিবর্তে লোহার গুনা দিয়ে ঘুড়িটি ওড়ায়। একপর্যায়ে ঘুড়ির গুনা পল্লিবিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকার লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মৃত শিশুটির বিষয়ে পরিবারের অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।