গ্রেপ্তার পার্থর ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটার স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার পার্থ মণ্ডলের ফাঁসির দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ছবি: প্রথম আলো

সাতক্ষীরা সদর উপজেলার গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার পার্থ মণ্ডলের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার বেলা ১১টায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা–আশাশুনি সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা দুলাল দাস, আফজাল হোসেন, শাম্মি আক্তার, আয়েমা খাতুন ও দলিত নেতা সুকুমার দাস। পূর্ণিমার সহপাঠী রজনী খাতুন, সুষমা দাস, সুমনা দাস ও সোমা পারভিনও সেখানে উপস্থিত ছিল।
বক্তারা বলেন, পূর্ণিমাকে যেভাবে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা যেকোনো বর্বরতাকে হার মানায়।

গ্রেপ্তার পার্থ মণ্ডলের ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা কমবে না। ছাত্রীসহ নারীরা বাইরে বের হওয়ার সাহস পাবেন না। মা–বাবা ও অভিভাবকেরা সব সময় আতঙ্কে থাকবেন।

সাতক্ষীরার দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ জানান, দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শান্তি দাসের মেয়ে ও গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাস বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়। শুক্রবার সকালে একই গ্রামের একটি বাড়ির পুকুরের পাশ থেকে পূর্ণিমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শান্তি দাস বাদী হয়ে শুক্রবার রাতেই দেবহাটা থানায় পার্থ মণ্ডলের নাম উল্লেখ করে একটি মামলা করেন।