গ্যাসের পাইপ ফেটে আদমজী ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট

তিতাস গ্যাস লাইনের আগুন হওয়ায় আগুনের শিখা দ্রুত ওপরের দিকে উঠতে শুরু করেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা কয়েক ফুট ওপরে উঠে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদমজী ইপিজেডের ভেতরে বিদ্যুৎকেন্দ্র–সংলগ্ন ফ্যাশন সিটি কারখানার পাশে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকেরা কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে পাইলিংয়ের কাজ করার সময় সেখানে হঠাৎ করে মাটির নিচে তিতাস গ্যাসের পাইপলাইনে ফেটে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ওপরে দিকে উঠে যায়।

এ সময় ইপিজেডের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেকেই আতঙ্কিত হয়ে ইপিজেড এলাকা থেকে বেরিয়ে যান। খবর পেয়ে সেখানে গণমাধ্যমকর্মীরা গেলে তাঁদের মূল ফটকের ভেতরে প্রবেশ করতে দেননি ইপিজেডের নিরাপত্তাকর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ্ আরেফিন প্রথম আলোকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মণ্ডলপাড়া নারায়ণগঞ্জসহ আটটি ইউনিট কাজ করছে। তিতাস গ্যাস লাইনের আগুন হওয়ায় আগুনের শিখা দ্রুত ওপরের দিকে উঠতে শুরু করেছিল। এ কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাইলিংয়ের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

এ বিষয়ে শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) বশির আহমেদ প্রথম আলোকে বলেন, ইপিজেডের ভেতরে নতুন নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় আগুন লাগে। তবে যেখানে আগুন লেগেছে সেখান থেকে ইপিজেডের কারখানাগুলো অনেক দুরে রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

সিদ্বিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আগুনে নেভাতে ফায়ার সার্ভিসকর্মীরা চেষ্টা করছেন। সেখানে নিরাপত্তায় পুলিশ সদস্যরাও রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।