বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের চাপায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ছালাম হাওলাদার (৬৫)। তিনি একই ইউনিয়নের ধানডোবা গ্রামের মৃত মিলন হাওলাদারের ছেলে।
জুমার নামাজ আদায় করতে তিনি মসজিদে রওনা হন। এ সময় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলে তাঁকে চাপা দেয়।
গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. মামুন জানান, মো. ছালাম হাওলাদার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। আজ জুমার নামাজ আদায় করতে পার্শ্ববর্তী তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদে রওনা হন। মসজিদে যাওয়ার জন্য মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলে তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। ওই মোটরসাইকেলের দুজন আরোহীকে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।