চতুর্থ দফায় অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল মেয়র নির্বাচিত হলেন। এর আগে পৌরসভা গঠনের পর তিনবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
গতকাল রোববার ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ৬১৭ ভোটের ব্যবধানে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। তাঁর মোট প্রাপ্ত ভোট হলো ৬ হাজার ৯০৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই ও স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম (জগ)। তাঁর প্রাপ্ত ভোট হলো ৬ হাজার ২৮৭। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হেলাল মাহমুদ পেয়েছেন ১২৯ ভোট।
গতকাল রাতে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে মেয়র হিসেবে নজরুল ইসলাম মণ্ডলের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।
বিজয়ী হওয়ার পর নজরুল ইসলাম বলেন, ‘পৌরবাসীর কাছে আমি ঋণী। তাঁদের আস্থার জায়গা থেকে আমাকে নির্বাচিত করেছেন। অবহেলিত গোয়ালন্দকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। এ বিজয় গোয়ালন্দ পৌরবাসীর বিজয়। আগামী পাঁচটি বছর যাতে তাঁদের পাশে সব সময় থাকতে পারি, সবার সহযোগিতা চাই।’
২০০০ সালের ২৬ জুলাই থেকে পৌরসভার কার্যক্রম শুরু হয়। ২০০২ সালের ১৩ মে প্রথম নির্বাচনে শেখ মো. নিজাম মেয়র নির্বাচিত হন। সাড়ে ৮ বছর পর ২০১১ সালের ১৭ জানুয়ারি দ্বিতীয় দফা নির্বাচনেও মেয়র নির্বাচিত হন শেখ মো. নিজাম। তৃতীয়বারের নির্বাচন ২০১৫ সালের ৩০ ডিসেম্বর দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো মেয়র হন শেখ মো. নিজাম।