গোপালগঞ্জে যুবলীগ নেতাকে বহিষ্কার ও দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক অব্যাহতি

গোপালগঞ্জ জেলার মানচিত্র
গোপালগঞ্জ জেলার মানচিত্র

শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জে যুবলীগের এক নেতাকে বহিষ্কার ও দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত ওই যুবলীগ নেতা হলেন মো. আজিজুর রহমান। তিনি জেলা যুবলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। এদিকে সাময়িক অব্যাহতি পাওয়া ছাত্রলীগের নেতারা হলেন কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ওরফে ছোটন ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান ওরফে জমির।

জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক তানভীর হাসান ওরফে জনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এম বি সাইফের নির্দেশে আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জানান, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের ওই দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।