গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা
ছ‌বি: প্রথম আলো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। আজ শনিবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ে এই মশাল মিছিল হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মোহাইমিনুল বাশার, সাব্বির আহমেদ ও ওমর ফারুক।

সমাবেশে শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে অবিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।