গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর শান্তি বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার বাটিকামারী উত্তরপাড়ার চান্দা রায়ের বাগান থেকে মরদেহটি উদ্ধার করে মুকসুদপুর থানার পুলিশ।
নিহত শান্তি বেগম উপজেলার বাটিকামারী উত্তরপাড়ার আলী চাপরাশীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শান্তি বেগম মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তিন দিন আগে (শুক্রবার) কোনো একসময় একাই তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, সোমবার সকালে বাটিকামারী উত্তরপাড়ার চান্দা রায়ের বাগানের একটি গর্তের মধ্যে শান্তি বেগমের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।