গোপালগঞ্জে নতুন করে ৬ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় একজন, কাশিয়ানীতে তিনজন, টুঙ্গিপাড়ায় একজন ও মুকসুদপুরে একজন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১০ জনের মধ্যে গোপালগঞ্জ সদর হাসপাতালে দুজন, টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে তিনজন, কাশিয়ানী উপজেলা হাসপাতালে তিনজন, মুকসুদপুর উপজেলা হাসপাতালে একজন ও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন একজন।
আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত আক্রান্তের এ সংখ্যা গোপালগঞ্জ সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপশি আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্য, ১ ডাক্তারসহ ১৯ জন, কাশিয়ানী উপজেলায় ৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১০ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ নার্সসহ ২ জন রয়েছেন।