নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে এক গৃহবধূকে (২০) তুলে নিয়ে ঢাকার দোহারে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজ নামে অভিযুক্ত ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গত ২৯ অক্টোবর সোনারগাঁয়ের এক গৃহবধূকে ফোন করেন শারমিন নামের এক নারী। শারমিন ওই গৃহবধূকে জানান, তাঁর স্বামীর সঙ্গে অন্য এক মেয়ের পরকীয়া সম্পর্ক আছে এবং তাঁরা সেদিনই গোপনে বিয়ে করতে যাচ্ছেন। এ খবর পেয়ে ওই গৃহবধূ তাঁর স্বামীর মুঠোফোনে ফোন দিয়ে তা বন্ধ পান। এতে ওই গৃহবধূ বিচলিত হয়ে শারমিনের সঙ্গে যোগাযোগ করেন। শারমিন তাঁকে স্বামীর সন্ধান দেওয়ার আশ্বাস দিয়ে কাঁচপুর মেঘনা সেতু এলাকায় যেতে বলেন। কথামতো ওই গৃহবধূ সেখানে গেলে মাহফুজসহ আরও দু-তিনজন অজ্ঞাত ব্যক্তি তাঁকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যান। পরে রাজধানীর যাত্রাবাড়ী ও গেন্ডারিয়াসহ বিভিন্ন স্থানে ঘুরে অপহরণকারীরা ওই গৃহবধূকে দোহার এলাকায় মাহফুজের বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে মাহফুজ তাঁকে বেশ কয়েকবার ধর্ষণ করেন।
এদিকে ওই গৃহবধূ নিখোঁজ হলে বৃহস্পতিবারই তাঁর পরিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডি ও নিখোঁজ গৃহবধূর মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে তদন্ত শুরু করে পিবিআই। প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে রাজধানীর পোস্তগোলা এলাকায় মাহফুজের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শুক্রবার রাতে দোহার এলাকা থেকে মাহফুজকে গ্রেপ্তার করে পিবিআই। মাহফুজ স্বীকার করেন, শারমিন নামের ওই অজ্ঞাত নারী তাঁর বড় ভাই জসীম উদ্দিনের স্ত্রী। তাঁরা তিনজন মিলে পরিকল্পিতভাবে ওই গৃহবধূকে অপহরণ করেন।
এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর মা বাদী হয়ে মাহফুজ, তাঁর বড় ভাই জসীম উদ্দিন ও জসীমের স্ত্রী শারমিনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে আসামি মাহফুজকে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আগামীকাল রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।