গুলিবিনিময়ের পর ব্যাগভর্তি ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারী: বিজিবি

ইয়াবা
ফাইল ছবি

মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারকালে চোরাকারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থল থেকে ব্যাগভর্তি এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

আজ রোববার রাত তিনটার দিকে উখিয়ার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক মেহেদি হোসাইন জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, পালংখালী সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক দেড় কিলোমিটার পশ্চিমে কাস্টমস মোড় এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচারের তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেন বিজিবির সদস্যরা। ভোরে সীমান্ত থেকে হেঁটে পাচারকারীরা বাংলাদেশে আসার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারিরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়।

বিজিবির ভাষ্য, চোরাকারবারিরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করলে ভেতরে পাওয়া যায় এক লাখ ইয়াবা।

অধিনায়ক মেহেদি হোসাইন বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ১১৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের ৩৮ লাখ ১৮ হাজার ৪৬৭ ইয়াবা এবং ৭০ কোটি ১০ লাখ টাকার মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৫২ জনকে।