ভোলার তজুমদ্দিন উপজেলায় ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৩০ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শশীগঞ্জ বাজারের মেসার্স হাওলাদার রাইস এন্টার প্রাইজের পরিচালক ও চাল ব্যবসায়ী মো. নুরনবী হাওলাদার সরকারি চাল কিনে বেশি দামের আশায় তাঁর গুদামে মজুত করে রেখেছিলেন। গতকাল বুধবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা গুদাম কর্মকর্তা মঞ্জুর হাসান বলেন, কাবিখা প্রকল্প বাস্তবায়নে এসব চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যানদের কাছ থেকে এসব চাল নুরনবী হাওলাদার ও তাঁর ভাই মিজানুর রহমান হাওলাদার কিনে নিয়ে গুদামে মজুত রেখেছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে গুদাম থেকে ৩০ মেট্রিক টন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।