গাড়ির কাগজপত্র দেখতে গিয়ে মিলল ৫ কেজি গাঁজা, চালক আটক

কক্সবাজারের টেকনাফে ব্যক্তিগত গাড়ির কাগজপত্র তল্লাশি করতে গিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ
ছবি: প্রথম আলো

কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভে একটি ব্যক্তিগত গাড়ির কাগজপত্র তল্লাশি করতে গিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক রেজাউল করিমকে (৩৫) আটক করা হয়েছে। তিনি টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের বাসিন্দা আবদুল মন্নানের ছেলে।

আজ বুধবার দুপুর একটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া তল্লাশি চৌকি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ট্রাফিক পুলিশের টেকনাফ জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে প্রতিদিনের মতো বিভিন্ন যানবাহনে বৈধ কাগজপত্র তল্লাশির অভিযান চালানো হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে টেকনাফের দিকে আসছিল একটি ব্যক্তিগত গাড়ি। তল্লাশি চৌকিতে গাড়ির কাগজপত্র দেখাতে বললে চালকের আচরণে সন্দেহ হয়। তখন তাঁর গাড়ি তল্লাশি চালানো হলে গাড়ির পেছনের ডেকের ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আটক গাড়িচালক রেজাউল করিম (৩৫)

ফারুক আল মামুন ভূইয়া আরও বলেন, এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।