গাজীপুরে গ্যাসের ৮০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই লাখ টাকা জরিমানা

গাজীপুর জেলার ম্যাপ
গাজীপুর জেলার ম্যাপ

গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা ও দিঘীরচালা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নেওয়া ৮০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সংযোগগুলো বিচ্ছিন্ন করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১১ জনকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের বারবৈকা ও দিঘীরচালা এলাকায় ৭টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ ২০০ মিটার পাইপলাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৪০০টি বাড়ির ৮০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। ভ্রাম্যমাণ আদালতের প্রধান গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১১ জনকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।

মাসুদুর রহমান বলেন, যাঁরা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যাঁরা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে সংযোগ দেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।