গাজীপুরে আরও ৬০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে রোগীর সংখ্যা বেড়ে হলো এক হাজার ১৮০ জন।
আজ রোববার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গাজীপুর থেকে পাঠানো ৪০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ৫৩ জন, কালীগঞ্জে ৪ জন, কাপাসিয়ায় ২ জন এবং কালিয়াকৈরে একজন। তিনি আরও বলেন, এ পর্যন্ত গাজীপুরে ৯ হাজার ৮৫৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত এক হাজার ১৮০ জনের মধ্যে সবচেয়ে বেশি সদরে ৭৮২ জন। এ ছাড়া কালীগঞ্জে ১৩৩ জন, কালিয়াকৈরে ১০৯ জন, কাপাসিয়ায় ৮৯ জন এবং শ্রীপুরে ৬৭ জন।