গাইবান্ধা সদর উপজেলায় একটি গাছে এক রশিতে ঝুলছে দুই যুবকের লাশ। আজ বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা দুলাবাড়ি গ্রামে লাশ দুটি ঝুলছিল। স্বজনদের অভিযোগ, দুজনকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ দুটির পাশে তিন ব্যক্তির ছবি, ছুরি ও একটি ব্যাগ আছে।
নিহত ওই দুই যুবক হলেন বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের রামচন্দ্র দাশের ছেলে মৃণাল দাশ (২৫) ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝিপাড়া গ্রামের মিঠাচন্দ্র দাশের ছেলে সুমন দাশ (২৬)। তাঁরা দুজনই বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক মৃণাল ও সুমন দুদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। স্থানীয় লোকজন আজ সকাল সাতটার দিকে পাঠানডাঙ্গা দুলাবাড়ি গ্রামের একটি আমগাছে একই রশিতে দুজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে তাঁরা সদর থানার পুলিশকে খবর দেন। গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দুটি দেখে রংপুরের পুলিশের অপরাধবিষয়ক বিশেষজ্ঞ দলকে খবর দেয়।
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ বলেন, রংপুর থেকে পুলিশের অপরাধবিষয়ক বিশেষজ্ঞ দল আসছে। দলটি আসার পর লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত ছাড়া এ ঘটনার কারণ প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।