মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে সাপের কামড়ে আকলিমা বেগম (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃতু হয়। আকলিমা খাতুন চরগোয়াল গ্রামের রহমত মণ্ডলের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা বেগম গতকাল রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপে তাঁকে দংশন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ সকালে পরিবারের লোকজন তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকলিমা মারা যান।
সাপের কামড়ে আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহাম্মেদ বলেন, গাংনীতে সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে। অনেক সময় সাপে কাটা রোগীদের স্বজনেরা ওঝা ডেকে চিকিৎসা করাতে গিয়ে দেরি করে ফলেন। এতে অনেকে মারা যায়।