গাংনীতে একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় স্বামী-স্ত্রীর একই ওড়নায় ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের গুচ্ছ গ্রামে ওই নারীর বাবার বাড়িতে ঘরের বাঁশের আড়া থেকে লাশ দুটি ঝুলতে দেখা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দুজন হলেন সাগর আলী (২৩) ও তাঁর স্ত্রী চামেলি খাতুন (১৮)। চামেলি ধানখোলা গ্রামের কালু মিয়ার মেয়ে। সাগর আলী সদর উপজেলার বারাদি ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

দুই বছর আগে সাগর ও চামেলির বিয়ে হয়। তাঁদের মধ্যে বেশ কয়েক মাস ধরে মনোমালিন্য চলছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুই বছর আগে সাগর ও চামেলির বিয়ে হয়। তাঁদের মধ্যে বেশ কয়েক মাস ধরে মনোমালিন্য চলছিল। প্রায়ই কথা–কাটাকাটি হতো। গতকাল সোমবার চামেলি বাবার বাড়িতে বেড়াতে আসেন। সঙ্গে স্বামী সাগরও আসেন। আজ সকালে তাঁরা দুজনে নাশতা করে ঘরের মধ্যে শুয়ে ছিলেন। দুপুর পর্যন্ত তাঁদের সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের অন্য সদস্যরা ডাকতে গেলে তাঁদের ঘরের আড়া থেকে ফাঁসিতে ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, লাশ দুটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তথ্য নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।