নেত্রকোনায় মগড়া নদীতে গরুকে গোসল করাতে গিয়ে মো. নুরুজ্জামান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মদন পৌরসভার মাহমুদপুর গ্রামের পেছনে মগড়া নদীতে এ ঘটনা ঘটে। নুরুজ্জামান উপজেলার কাইটাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মদন পৌরসভার পূর্বজাহাঙ্গীপুর এলাকার গবাদিপশুর গোশত বিক্রেতা মো. মনিরের বাড়িতে কাজ করে আসছেন। তিনি কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি মনিরের একটি গরু মগড়া নদীতে গোসল করাতে নিয়ে যান। একপর্যায়ে তিনি নদীর পানিতে নিখোঁজ হয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে মদন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদ কবির জানান, ‘স্থানীয়দের পাশাপাশি থানা–পুলিশ ও আমাদের লোকজন নিখোঁজ যুবকের সন্ধান চালাচ্ছে। ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আবার উদ্ধার অভিযান চালাবে।’