খুলনা বিভাগে গতকাল শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে ১ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৪৭। সুস্থ হয়েছেন ১১৭ জন।
রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৪৭২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৪। ওই সময়ে বিভাগে করোনায় তিনজন মারা যান। আর ৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১২ জন করে কুষ্টিয়া ও খুলনার বাসিন্দা। ঝিনাইদহে ১১, মেহেরপুরে ২, মাগুরায় ১, যশোরে ৫, নড়াইলে ১, চুয়াডাঙ্গায় ২, বাগেরহাটে ১০ ও সাতক্ষীরায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্ত ব্যক্তির সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম ৪ হাজার ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে মাগুরায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রোববার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ২ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ২১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায়।