খুলনা জেলায় কোভিড–১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ১৩ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ শনিবার ১২৫তম দিনে রোগীর সংখ্যা হয়েছে ৫ হাজার ৩৯। এ নিয়ে আজ খুলনা বিভাগে কোভিড–১৯ রোগীর সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়িয়েছে। আজ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
রাশেদা সুলতানা জানান, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ২১৮ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। বিভাগে এ সময়ে মারা গেছেন সাতজন। এ নিয়ে করোনায় বিভাগে মোট ২৬৫ জন মারা গেলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১০ হাজার ৫১৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত ১৫ হাজার ৬০২ জনের মধ্যে ৫ হাজার ৩৯ জনই খুলনা জেলার। এ ছাড়া বাগেরহাটে ৭৭৪ জন, চুয়াডাঙ্গায় ৯৮৭, যশোরে ২৩৯৯, ঝিনাইদহে ১৩০৩, কুষ্টিয়ায় ২২৫১, মাগুরায় ৬৪০, মেহেরপুরে ৩৪০, নড়াইলে ৯৮৫ ও সাতক্ষীরায় ৮৮৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আরও জানায়, বিভাগের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ৭৫ জন মারা গেছেন খুলনায়। এ ছাড়া কুষ্টিয়ায় ৪৫ জন, যশোরে ৩৩, সাতক্ষীরায় ২৬, ঝিনাইদহে ২২, বাগেরহাটে ১৬, চুয়াডাঙ্গায় ১৯, নড়াইলে ১৩ জন করে, মাগুরায় ও মেহেরপুরে ৮ জন করে মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২১৮ জনের মধ্যে খুলনা জেলায় ৪৭ জন, চুয়াডাঙ্গায় ৪৫, যশোরে ১, ঝিনাইদহে ২৫, কুষ্টিয়ায় ৪৫, মেহেরপুরে ১৭, নড়াইলে ২ ও সাতক্ষীরায় ৩৬ জন রয়েছেন। এ সময়ে বাগেরহাট ও মাগুরায় কোনো রোগী শনাক্ত হয়নি।