খুলনা বিভাগে করোনায় সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৯ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ১৮ হাজার ৫৮। সব মিলিয়ে বিভাগে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ২১ হাজার ৩১৯। আক্রান্তের হিসাবে সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ।
এ সময়ের মধ্যে নতুন করে ৭৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন সাড়ে তিন গুণের বেশি রোগী। এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বিভাগটিতে একজন মারা গেছেন। ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়ায়। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ এসব তথ্য জানা গেছে।
রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে নতুন করে বিভাগের ৭৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় রয়েছেন ৭ জন, যশোরে ২৪, ঝিনাইদহ ও খুলনায় ১২ জন করে, কুষ্টিয়ায় ২১ ও নড়াইলে ২ জন রয়েছেন। এ সময়ে বাগেরহাট, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, খুলনা বিভাগে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৮৫ শতাংশ। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বিভাগে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ ৬ হাজার ২৬০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া যশোরে ৩ হাজার ৭৭১ জন, কুষ্টিয়ায় ৩ হাজার ১৭৭, ঝিনাইদহে ১ হাজার ৮৬৯, চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৯৫, নড়াইলে ১ হাজার ২৯৯, সাতক্ষীরায় ১ হাজার ৯১, বাগেরহাটে ৯৭৭, মাগুরায় ৮৮৭ ও মেহেরপুরে ৫৯৩ জনের করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে বিভাগে মারা গেছেন ৩৬৮ জন। এদের মধ্যে খুলনায় রয়েছেন ৯৩ জন, কুষ্টিয়ায় ৬৭, যশোরে ৪৪, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩২ জন করে, সাতক্ষীরায় ৩০, বাগেরহাটে ২২, নড়াইলে ২০, মেহেরপুরে ১৫ ও মাগুরায় ১৩ জন রয়েছেন।