খুলনা বিভাগে করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ২৩

করোনাভাইরাসের প্রতীকী ছবি
করোনাভাইরাসের প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ৭৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ১, যা প্রায় ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১০৬। তাঁদের মধ্যে ১৭০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকি রোগীরা বাসায়।

বিভাগে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৯৫। ওই সময়েও বিভাগে ২ জন মারা গেছেন এবং ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়ায় ১ জন করে মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৪৪, মৃত্যুর হার ২ দশমিক ৮।

করোনা শনাক্ত নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ আটজন করে খুলনা ও কুষ্টিয়ায়। এ ছাড়া যশোরে চার, ঝিনাইদহে দুই ও নড়াইল একজনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বাগেরহাট, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কারও করোনা শনাক্ত হয়নি।