খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহতের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। গতকাল রাতে খুলনা নগরের মুজগুন্নী এলাকায়
ছবি: প্রথম আলো

খুলনা মহানগরের মুজগুন্নী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জুলকার নাঈম ওরফে মুন্না (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মুজগুন্নী এলাকার বাসস্ট্যান্ডের সামনে এই ঘটনা ঘটে।

জুলকার নাঈমের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামে। তবে প্রায় এক বছর ধরে মুজগুন্নী এলাকায় নানার বাড়িতে থাকতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জুলকার নাঈম দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে জুলকার নাঈম মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খালিশপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জুলকার নাঈম খুলনা মহানগরের দৌলতপুর থানার ব্যবসায়ী শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ হত্যা মামলার আসামি। খুলনার সেনহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আবদুল হালিম হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি জুলকার নাঈম। এ ছাড়া বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তিনি কারাগারে ছিলেন। বর্তমানে ওই দুটি হত্যা মামলায় জামিনে ছিলেন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। তবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের আটক করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।