খুলনা জেলায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনের হিসেবে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বিভাগে আজ বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত হওয়া কোভিড রোগীর সংখ্যা ৫৮৯ জন।
বুধবার খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে একদিনের হিসেবে খুলনার নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি। এদিন এই ল্যাবে পরীক্ষা করা হয় ২৮৪টি নমুনা। যার মধ্যে ২৭০টিই ছিল খুলনা জেলার। এর আগে গত মঙ্গলবার খুলনার সর্বোচ্চ ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
খুলনা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় যে পরিমাণ কোভিড রোগী শনাক্ত হয়েছে তার প্রায় ৭৪ শতাংশই মহানগরের মধ্যে। ওই সময় পর্যন্ত মহানগরে রোগী শনাক্ত হয়েছে ৪৩৫ জন। বুধবার যে ৯৭ জনের নমুনা শনাক্ত হয় তার ৯৩টিই মহানগরের। গতকাল পর্যন্ত বাকি ৯টি উপজেলায় শনাক্ত হয়েছে মাত্র ১৫৪ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যে মহানগরে ৫ জন, রূপসায় ৩ জন ও দিঘলিয়ায় একজন মারা গেছে। অন্যদিকে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে ৮৪ জন।