খুলনায় বাস চলাচল শুরু

আজ থেকে খুলনায় বাস চলাচল শুরু হয়েছে। ছবি: সাদ্দাম হোসেন
আজ থেকে খুলনায় বাস চলাচল শুরু হয়েছে। ছবি: সাদ্দাম হোসেন

খুলনার অভ্যন্তরীণ সব সড়কে বাস চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে দূরপাল্লার পরিবহনগুলো ছেড়ে যায়।

পাঁচদিন পর বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই খুলনা নগরের সোনাডাঙ্গার আন্তজেলা বাস টার্মিনালে বিভিন্ন সড়কের যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়।

খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা কখনোই বাস বন্ধ করতে বলিনি। কিন্তু নতুন আইনের ভয়ংকর কিছু ধারার কারণে চালকেরা তা শোনেননি। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় শ্রমিক ফেডারেশনের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। আজ আবার বৈঠক হবে। সেখানেই মূলত সিদ্ধান্ত হবে। তবে শ্রমিকেরা নিয়মতান্ত্রিকভাবে সব আলোচনা করার পক্ষে মতামত উপস্থাপন করছেন।’

নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়। আজ সকাল থেকে খুলনার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল শুরু হয়।

আরও পড়ুন:
খুলনায় আজ বাস চলবে বলেছিল, চলছে না
সড়ক আইন কঠোর, প্রয়োগ কঠোর হবে তো?