খুলনায় কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই শনাক্তের দিক দিয়ে নতুন রেকর্ড হচ্ছে। গত বুধবার এক দিনে সর্বোচ্চ ৩১ জন শনাক্তের পর গতকাল বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে খুলনা জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭। এর মধ্যে মৃত্যু হয়েছে চারজনের।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ বলেন, গতকাল আরটি-পিসিআর ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৮টি, বাকিগুলো অন্য জেলার। পরীক্ষা করা নমুনার মধ্যে ৩৯টি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৩৫টি নমুনা পজিটিভ হয়েছে। এ ছাড়া মাগুরার ১টি, ঝিনাইদহের ২টি ও সাতক্ষীরার ১টি নমুনা পজিটিভ পাওয়া গেছে।