খুলনার চার হাসপাতালে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

মৃত্যু।
প্রতীকী ছবি

খুলনার করোনা হাসপাতালগুলোয় মৃত্যুর মিছিল যেন থামছেই না। কয়েক দিন ধরে খুলনার চারটি হাসপাতালে গড়ে ১৫ জনের বেশি করে রোগীর মৃত্যু হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় চারটি হাসপাতালে মারা যান ২২ জন। এটাই এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।

খুলনায় একটি বেসরকারিসহ চারটি হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই হাসপাতালগুলোয় এখন আর কোনো শয্যাই খালি নেই। গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, সদর (জেনারেল) হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন ও আবু নাসের হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

খুলনা ১৩০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন ১৮৯ জন। এর মধ্যে রেড জোনে ১১৬ জন, ইয়েলো জোনে ৩৪ জন, আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র চিকিৎসক কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র চিকিৎসক প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। সেখানে ভর্তি ৪৩ জন রোগী। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন এবং বাড়ি ফিরেছেন ৫ জন।