খুলনায় আইসোলেশনে একজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর বাড়ি খুলনা নগরের একটি এলাকায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা চার।