সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে একজন নিহত ও পাঁচজন আহত হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কে আহসানমারা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিল। আহসানমারা সেতুর কাছে আসার পর পেছন থেকে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে সেটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা খায়। এ সময় যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাস থেকে একজন যাত্রী লাফ দিয়ে নামতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একটি প্রাইভেট কার দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় বাস থেকে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে বাসে থাকা লোকজনকে উদ্ধার করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ২০ থেকে ২২ বছর হবে। ঘটনাস্থলে বাসের চালক ও সহকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হবে।