নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের দুই অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৃথক অভিযানে বসুরহাট হাসপাতাল সড়ক ও মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাদের মির্জার অনুসারী জিয়াউল হক (৩১) ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারী মাইন উদ্দিন ওরফে জসিম উদ্দিন (৪৫)। কাদের মির্জা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই।
জিয়াউল হককে গ্রেপ্তার করা হয় বসুরহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে। আর মাইনকে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম দুজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, জিয়াউল হকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একাধিক মামলা আছে। আর মাইনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটিসহ মোট তিনটি মামলা আছে। এসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।