করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরলাল মধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালটির পরিচালক মো. বাকির হোসেন প্রথম আলোকে বলেন, হরলাল মধু কোভিড-১৯–এ পজিটিভ ছিলেন। শ্বাসকষ্ট নিয়ে তিনি ১১ নভেম্বর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ৫ নভেম্বর রাতে জ্বর, ঠান্ডা ও গলাব্যথা শুরু হলে প্রথমে বিষয়টি স্বাভাবিক জ্বর মনে করেন হরলাল মধু। পরে ৭ নভেম্বর ভোলা সদর হাসপাতালে করোনা ইউনিটে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। এরপর তিনি ওই হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে বুধবার তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হয়।
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ৫ এপ্রিল হরলাল মধু ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি গোপালগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে।