ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে সজীব সরকার (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা শিল্প পার্ক এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।
মৃত সজীব সরকার রংপুরের হারাগাছ থানার মায়াবাজার এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি পরিবার-পরিজন নিয়ে নতুন সোনাকান্দা এলাকার আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
সজীবের বন্ধু মো. মমিন প্রথম আলোকে বলেন, ছুটির দিনে সকাল আটটা থেকে তাঁরা কয়েকজন বন্ধু মিলে নতুন সোনাকান্দা শিল্প পার্ক এলাকার বালুর মাঠে ফুটবল খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি মাঠের বাইরে চলে যায়। বলটি আনতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে সজীব ঘটনাস্থলেই মারা যান।
মৃত সজীবের আরেক বন্ধু মো. সুমন বলেন, বৃষ্টির সময় বিকট শব্দে আকস্মিকভাবে বজ্রপাত হয়। তখন সজীব মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাঁরা ভেবেছিলেন, সজীব মজা করে এমন করছেন। কিন্তু কাছে গিয়ে দেখতে পান, তাঁর শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং পরনের প্যান্ট পুড়ে গেছে। তাঁরা নাকে হাত দিয়ে বুঝতে পারেন, তাঁর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া প্রথম আলোকে বলেন, খেলার সময় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। লাশে বজ্রপাতে মৃত্যু হওয়ার আলামত পাওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।