নেত্রকোনার কেন্দুয়ায় একটি আশ্রমে মন্দিরে মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার বেখৈরহাটি বাজারে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রমে এ ঘটনা ঘটে।
আশ্রম কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কারিগরেরা মূল মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা তৈরির কাজ করছিলেন। এ কারণে মন্দিরের স্থায়ী প্রতিমাগুলো বাইরে নাটমন্দিরের নিচে ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এ ছাড়া পুরো মন্দিরটিই প্রাচীর দিয়ে ঘেরা। গতকাল রাত ১১টার দিকে কারিগরেরা দুর্গা প্রতিমা তৈরির কাজ শেষে চলে যান। আজ সোমবার ভোরে স্থানীয় লোকজন মন্দিরে গিয়ে দেখেন কয়েকটি প্রতিমার আংশিক অংশ ভাঙা ও মাথার চুল এলোমেলো। পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রতন বসাক বলেন, ‘রোববার রাত ১১টা থেকে আজ ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দির প্রাঙ্গণে ঢুকে রাধাকৃষ্ণ, গৌর–নিতাই, শিবসহ অন্তত আটটি প্রতিমার আঙুলসহ আংশিক ভাঙচুর করেছে। কয়েকটি প্রতিমার মাথার চুল সরিয়ে মাটিতে ফেলে দিয়েছে। সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে আমাদের জানায়। বিষয়টি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।’
পুলিশ সুপার আকবর আলী মুন্সী আজ দুপুর একটার দিকে বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনাস্থলে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়েছে। শারদীয় দুর্গোৎসবের সময় সেখানে পুলিশি টহলের ব্যবস্থা করব।’