নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শাহিদপুর পল্লী বিদ্যুতের উপকেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের ধারণা, তাঁর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মতো হবে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ ঘটনাস্থল থেকে জানান, আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকা থেকে কেন্দুয়ার উদ্দেশে একটি যাত্রীবাহী বাস আসছিল। বাসটি কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শাহিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তবে নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো বাস বা ট্রাকের সাহায্যকারী ছিলেন। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।