চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এটি নিষ্ক্রিয় করেছে হাটহাজারী মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলমপুর এলাকার দক্ষিণ পাশে কৃষিজমি থেকে অবিস্ফোরিত কামানের গোলাটি উদ্ধার করা হয়েছিল।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, আলমপুর এলাকার দক্ষিণ পাশে সেনাবাহিনীর ফায়ারিং এলাকা। ফায়ারিং করার সময় অবিস্ফোরিত হয়ে গোলাটি পড়ে থাকতে পারে। আজ শুক্রবার সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি দল এটি নিষ্ক্রিয় করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এলাকাটি সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা। হাটহাজারী ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণরত সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ গোলাবর্ষণের সময় কামানের অবিস্ফোরিত গোলাটি কৃষিজমিতে এসে পড়তে পারে। আজ সকালে পুলিশ ও সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল গোলাটি নিষ্ক্রিয় করেছে।